Notification texts go here Contact Us Join Now

Translate

JIO HACKER TEAM new logo

JIO HACKER TEAM new logo
JIO Hacker Team is a Bangladeshi White Hat Hackee Team.

المتابعون

المشاركات

গুরুত্তপূর্ণ ৫টি মোবাইল টিপস (দেখে রাখুন কাজে দিবে)




 আসসালামু আলাইকুম, 


JIO HACKER TEAM এ স্বাগতম!



মোবাইল কোম্পানিগুলো ফোন

তৈরী করার

সময় বেশ কিছু সিক্রেট রেখে দেয়

এবং

যেগুলো বিভিন্ন বিপদে আমরা

কাজে

লাগাতে পারি! আর সেটা করা হয়

বিভিন্ন

কোড চেপে। চলুন চোখ বুলিয়ে নেই…


১)ইমারজেন্সিঃ 

এমন যদি হয় যে আমরা নেটওয়ার্ক

কভারেজের বাহিরে আছি এবং

কোন নেট

খুজে পাচ্ছিনা সেক্ষেত্রে 112 এই

ইমারজেন্সী নাম্ভার টি সব ফোন এর

ক্ষেত্রেই ব্যবহারযোগ্য, প্রাপ্ত তথ্য

অনুযায়ী এটি যে কাজ করে তা হলো,

এটি

প্রেস করার সাথে সাথে ইহা আপনার

জন্য

নিকটবর্তী প্রতিষ্ঠিত নেটওয়ার্ক

খুজে

বের করবে এবং ঐ অপারেটর এর

ইমারজেন্সি নাম্ভার টির সাথে

আপনাকে

কানেক্টেড করবে। এখন তো সবাই নেট

কভারেজের মধ্যেই আছি তাইনা?

এখুনি

একবার ডায়াল করে দেখুন দেখবেন

ডায়াল

করলেই নাম্ভারটি দেখাবে না

দেখাবে

Emergency !



২)গাড়ি আনলক করাঃ

আপনার গাড়িতে যদি রিমোর্ট

কন্ট্রোলড

লক সিস্টেম থেকে থাকে এবং ধরুন

কোণ

একদিন ভুল করে চাবিটি গাড়ির

ভেতরে

রেখে দরজা লক করে দিলেন এবং অন্য

কোণ উপায়েও খোলার সিস্টেম নেই

তখন

মোবাইল দিয়ে সেটি আনলক করতে

পারবেন। আর সেজন্য অবশ্যই আরেকটি

রিমোর্ট কন্ট্রোলড চাবি থাকতে

হবে

কিন্তু সেটি আপনার হাতে না

থাকলেও

চলবে।

ধরুন ২য় চাবিটি বাড়িতে আছে,

তাহলে

বাড়িতে কাউকে ফোন করুন এবং

মোবাইল

টি গাড়ির ডোর লক এর এক ফুট পরিমান

দুরত্তে ধরে রাখুন এবার ফোনের অপর

প্রান্তে থাকা ব্যক্তিকে বলুন

মোবাইলের

কাছে ধরে আপনার রিমোর্ট

চাবিটির

আনলক বাটন চাপতে। আশা করি কাজ

হয়ে

যাবে। চেষ্টা করে দেখুন।



৩)কথা ভালো বুঝতে পারছেন না কি

করবেনঃ

বিশেষ করে সকল নোকিয়া ফোনে

এটি

কার্যকর। বিভিন্ন সময় হঠাত করে

আমাদের

ফোনের ভয়েল ক্লিয়ারিটি কমে

যায়, সবি

ঠিক থাকে তাও কথা এমন অস্পষ্ট

সেক্ষেত্রে ভয়েস ক্লিয়ারিটি

বাড়াতে

পারেন এই কোডটি

চেপেঃ *3370# মোবাইল ফোন গুলো

সাধারনত কিছু চার্জ রিজার্ভ করে আর

এই

কোডটি সাধারনত ওই চার্জ কে ব্যবহার

করে ফোনের কার্যক্ষমতা বাড়িয়ে

তোলে, তবে এই কোড চালু রেখে

দেয়া

ঠিক নয় এতে ব্যাটারি দূর্বল হয়ে পড়ে ।

সুতরাং ব্যাবহারের পর #3370# চেপে

এটাকে অফ করে রাখুন।


৪)ফোন চুরি হয়ে গেলেঃ

এই টিপস টি আপনার ফোন টা হয়ত

পুনরুদ্ধার

করে দিতে পারবেনা কিন্তু যে

আপনার

ফোন টী নিয়েছে সে ওটাকে আর

ব্যবহার

করতে পারবেনা। এবং বিক্রিও করতে

পারবেনা। সুতরাং চোরকে একটা

উচিত

শিক্ষা দিন এইভাবেঃ

এক্ষুনি প্রেস করুন * # 06 # এরপর একটা

সিরিয়াল কোড নাম্ভার দেখাবে

সেটিকে কোথাও লিখে রাখুন।

ফোনটা

চুরি হয়ে গেলে আপনার সার্ভিস

প্রোভাইডার কিংবা ফোন

কোম্পানির

কোণ কাস্টমার কেয়ার সেন্টারে

গিয়ে এই

নাম্ভার টি দিয়ে কাহিনি খুলে বলুন।

ওরা

ফোন অকেজো করে দিবে।এরপর চোর

মহাশয় যখনি নতুন কোণ সিম ঢুকাবে

ব্যাস

ফোন চিরতরের জন্য মৃত্যুবরন করবে।


৫)মোবাইল দিয়ে রিমোর্ট কন্ট্রোল

গুলো

কাজ করছে কিনা বুঝার উপায়ঃ

বাসার টিভির, এয়ারকন্ডিশনের

কিংবা

মিউজিক প্লেয়ার সহ অন্য যেসব

ডিভাইসের রিমোর্ট আছে , সেই

রিমোর্ট

কন্ট্রোল গুলো কাজ করছে কিনা

বুঝবেন

কিভাবে? ব্যাটারী শেষ নাকি

অকেজো

হয়ে গেছে সেটা পরীক্ষা করতে হলে

মোবাইলের ক্যামেরা ওপেন করুন এবং

ক্যামেরার সাথে রিমোর্ট কন্ট্রোল্

এর

উপরের দিকে মাঝখানে একটি লাইট

এর

মতো রয়েছে সেই লাইটটি

ক্যামেরার

সাথে ধরে যেকোন কি চাপুন

দেখবেন

আপনার মোবাইলের ক্যামেরা স্ক্রীন

ইনফ্রারেড রে দেখা যাচ্ছে তাহলে

বুঝবেন রিমর্ট টি ঠিক আছে , হয়ত

ব্যাটারী পাল্টালেই চলবে, আর নষ্ট

হলে

আপনি রে টি দেখতে পাবেননা।



ধন্যবাদ!

Cookie Consent
JIO HACKER TEAM serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.